• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বেতাগীতে প্রচারণায় কর্মীদের সম্মান ও ঐক্যের আহ্বান জানালেন কর্নেল (অবঃ) হারুন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২৫ পিএম
বেতাগীতে প্রচারণায় কর্মীদের সম্মান ও ঐক্যের আহ্বান জানালেন কর্নেল (অবঃ) হারুন

বেতাগীতে ১৮ সেপ্টেম্বর ২০২৫ — অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশীদ খান (psc, MSc, UNBM) বেতাগী উপজেলার ১ নং বিবি চিনি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগকালে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে কর্মীদের প্রতি সম্মান, ঐক্য এবং সততার আহ্বান জানান। বৃহস্পতিবারের এই প্রচারণা কর্মসূচিতে ব্যবসায়ী, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কালে কর্নেল হারুনুর রশীদ খান জোর দিয়ে বলেন যে রাজনৈতিক সাফল্যের জন্য শৃঙ্খলা, দলীয় সংহতি এবং যারা পরিশ্রম করে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া অত্যন্ত জরুরি।

“একতাই শক্তি, ধানের শীষেই মুক্তি,” তিনি ঘোষণা করেন। “কর্মীদের সম্মান দিলে তারা মন-প্রাণ দিয়ে কাজ করবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, দলের সিদ্ধান্ত মেনে সততার সাথে এগিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।”

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বাজার পরিদর্শন করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী বেতাগী গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা তার প্রার্থিতার প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করে বলেন—

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একজন সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী চাই,” এক স্থানীয় নেতা জানান। “কর্নেল হারুনুর রশীদ খান সততা ও অঙ্গীকারের প্রতীক। তার বাবা ব্যারিস্টার আব্দুর রশীদ খানও একজন নীতিবান মানুষ ছিলেন। আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি আমাদের পাশে থাকবেন। আমরা বিশ্বাস করি কর্নেল হারুন সেই নেতা।”

প্রচারণা কর্মসূচি বেতাগীতে ঐক্য, সেবা এবং সংস্কারমুখী বার্তা ছড়িয়ে দিয়ে আসন্ন নির্বাচনের প্রাক্কালে কর্নেল হারুনুর রশীদ খানের জনপ্রিয়তার প্রতিফলন ঘটায়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন