• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে পৌর কোড না মেনে বিল্ডিং নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩২ পিএম
বোয়ালমারীতে পৌর কোড না মেনে বিল্ডিং নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডে জেলা পরিষদ ডাকবাংলোর পিছনে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে পাকা ভবন তৈরি করেছেন বিমল বিশ্বাস,ভগিরথ ও গৌতম সাহা নামে তিন ব্যক্তি।

নিয়ম রয়েছে  বিল্ডিং করার সময় কমপক্ষে দেড় ফিট করে জায়গা ছেড়ে দিয়ে কাজ করতে হবে । অথচ অভিযুক্তরা নিয়ম-নীতি না মেনে  নিজেদের ইচ্ছামত বিল্ডিং নির্মান করেন। ফলে বিল্ডিংয়ের দেড় ফিট করে ভেঙে ফেলার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিল্ডিং থেকে বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বোয়ালমারী জোনাল অফিসের কর্মকর্তাকে।

 লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সুমন পাল তার নিজের জমির সীমানার ওয়াল তৈরি শুরু করেন। ওই ওয়াল নির্মাণ বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার লিখিত অভিযোগ তদন্ত করতে সরজমিনে এসে জানতে পারেন পৌরসভার নিয়ম না মেনে বিমল বিশ্বাস,ভগরথ ও গৌতম সাহা বিল্ডিং নির্মাণ করেছেন।

সুমন পাল বলেন, বিমল বিশ্বাস তার সীমানা জুড়ে বিল্ডিং করেছেন। বিল্ডিং এর বেজ ঢালাই আমার জমির মধ্যে করেছেন। পৌরসভার নিয়ম সীমানা ছেড়ে বিল্ডিং নির্মাণ করার। বিমল বিশ্বাস সেটা করেনি। আমি সীমানা ছেড়ে ওয়াল করতে গেলে আমার বিরুদ্ধে সে লিখিত অভিযোগ দিয়েছেন। বিমল বিশ্বাস বলেন, আমি সব নিয়ম মেনেই বিল্ডিং দিয়েছি। আমি ৪০ বছর ভূমি অফিসে চাকরি করেছি। আমি নিয়ম মেনেই তৈরি করেছি।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, বিমল বিশ্বাস সরকারি নিয়ম অমান্য করে বিল্ডিং নির্মাণ করেছে। তাকে নির্দেশ দেয়া হয়েছে বিল্ডিংয়ের মাঝে ৩/৪ ফিট  ফাঁকা রাখার এবং ওই বিল্ডিংয়ে অবৈধভাবে বিদ্যুতের লাইন ব্যবহার করা হচ্ছে। বোয়ালমারী জোনাল অফিসের কর্মকর্তাকে বলা হয়েছে বিল্ডিং থেকে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার।

দৈনিক পুনরুত্থান / বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

এ সম্পর্কিত আরও পড়ুন