ভ্রমণ পিপাসুদের জন্য জনপ্রিয় হয়ে উঠছে রাণীনগরের ঐতিহ্য রক্তদহ বিল

দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে নওগাঁর রাণীনগরের শত বছরের ঐতিহ্য রক্তদহ বিল ও পাখি পল্লী। সৌন্দর্যের লীলাভূমি হিসেবে ঐতিহাসিক রক্তদহ বিলের নয়নাভিরাম দৃশ্য ইতোমধ্যেই দেশজুড়ে পর্যটন এলাকা হিসেবে পরিচিতি এনে দিয়েছে রাণীনগর উপজেলাকে। এছাড়া বিলে কোছমুড়ি নামে একটি দরগাহ রয়েছে যেটি বন্যার পানিতেও ডোবে না।


নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার মধ্যে অবস্থিত ঐতিহাসিক রক্তদহ বিল। ব্রিটিশ শাসন আমলে এই বিল এলাকায় ব্রিটিশ বাহিনীর সাথে ফকির মজনু শাহের বাহিনীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে নিহত সৈনিকদের রক্তের বন্যা বয়ে যায় এই বিলে। তখন থেকে এই বিলের নামকরণ হয় রক্তদহ বিল।
এই বিলকে আরও পর্যটকবান্ধব করতে রক্তদহ বিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারপাশ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপণ, বিলের সকল সংযোগখাল খনন করা, পাখি পল্লীকে আরও আকর্ষনীয় করাসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া পাখি পল্লীতে পাখিদের অবাধ আনাগোনা ও বসবাসের জন্য রোপণ করা হচ্ছে পরিবেশ ও পাখিবান্ধব গাছ, ঝুলন্ত একটি সেতু নির্মাণ করাসহ নানা পর্যটকবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেগুলো সুচারুভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন ইউএনও রাকিবুল হাসান।
এছাড়া উপজেলার সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা খাতকে ঘিরে ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের দিক নির্দেশনা মোতাবেক ও সার্বিক সহযোগিতায় ইতোমধ্যেই অনেকগুলো ছোট ছোট উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রাণীনগর
- রক্তদহ বিল
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: