মহম্মদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

একাদশ শ্রেনিতে অধ্যয়নরত মাগুরার মহম্মদপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে দ্যা জিনিয়াস ক্লাবের আয়োজনে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই পাঠপুস্তক বিতরণ করা হয়। দ্যা জিনিয়াস ক্লাবের সভাপতি মোঃ তানজির আলমের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহম্মদপুরের কৃতিসন্তান, মানবিক মানুষ কৃষিবিদ গ্রুপের ব্যবস্থান পরিচালক ড. আলী আফজাল।
জুলাই গণ-অভ্যুত্থান যোদ্ধা তৌফিক কালাম অভির সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যাপক আরিফুজ্জামান রিংকু, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হাসান রাজু, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম ও প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ৭০ হাজার টাকা পাঠ্যপুস্তক তুলেদেন অতিথিরা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: