• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরের মানুষের কাছে আমি ঋণী, ঋণ পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব- ড. আলী আফজাল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৫ পিএম
মহম্মদপুরের মানুষের কাছে আমি ঋণী, ঋণ পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব- ড. আলী আফজাল

 

মহম্মদপুরের মানুষের কাছে আমি ঋনী। এই ঋন পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্মস্থান উপজেলার বালিদিয়া গ্রামে, এই গ্রামেই আমার বেড়ে ওঠা ও লেখা পড়ার হাতে ঘড়ি।

তাই আমার উপজেলাবাসীর সকল ভালো কাজেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দারুল কোরআন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক ব্যাক্তি কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে আজ যে বিভক্তি তার মূল কারণ খুঁজে বের করতে হবে।

সে অনুযায়ী আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। এছাড়া চব্বিশের বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাই আমাদের সকলকে আল্লাহর শোকর গোঁজার করতে হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাগুরার মহম্মদপুরে দারুল কোরআন মডেল মাদরাসার আয়োজনে মাদরাসার সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের সিকুরিটি এন্ড সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর মো. আলমগীর হাসান রাজু, সমাজসেবক খসরুল আলম খসরু, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ আবু তালহা, উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মুফতি মাসুদুর রহমান ও বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম প্রমুখ।

সমাবেশ শেষে মাদরাসার ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন