• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মুক্তির বদলে দূর্ভোগ, প্রকৌশলীর ভুলে ভোগান্তিতে কয়েকটি গ্রামের মানুষ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৫২ পিএম
মুক্তির বদলে দূর্ভোগ, প্রকৌশলীর ভুলে ভোগান্তিতে কয়েকটি গ্রামের মানুষ

লালমনিরহাটের  কালীগঞ্জ উপজেলার দুটি সড়ক সংস্কার কাজের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অদক্ষতায় আর কাজ দুটির তদারকি কর্মকর্তা কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর ভুলে  উপজেলার চলবল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং চন্দ্রপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজের নামে মুক্তির বদলে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের প্রায় জনসাধারণ।

সরেজমিন ঘুরে জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল দপ্তরের অদক্ষতা ও অনিয়ম আর সিন্ডিকেট তৈরীর মাধ্যমে উপজেলার বুড়িরহাট - চন্দ্রপুর সড়কের ৩ কিলোমিটার ৯৩ মিটার এবং চলবলা ইউনিয়নের দুহুলি - জোরগাছ জিসি সড়কের ৫ কিলোমিটার ২৫০ মিটার অংশ উন্নয়নের জন্য যথাক্রমে ৩ কোটি ৯১ লাখ এবং ৫ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্র অনুযায়ী, চন্দ্রপুর সড়কের কাজ পেয়েছে মোহাম্মদ ইউনূস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এবং চলবলা সড়কের কাজ পেয়েছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠান দুটি পারফরমেন্স সিকিউরিটি জমা দিলেও এখনো কার্যাদেশ পায়নি। এলজিইডি লালমনিরহাট এবং কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় বিএনপি নেতাদের সহিত সিন্ডিকেট বানিজ্যে আর রশিটানাটানির কারনে। 

 

স্থানীয় বিএনপি নেতারা সড়ক দুটির কাজ নিজেদের দখল ও তদারকি কর্মকর্তা উপজেলা প্রকৌশলীর নির্দেশনা নিয়ে অবৈধভাবেখনন শুরু করেন। এ বিষয়ে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনজন বিএনপি নেতা ও একজন ঠিকাদারের বিরুদ্ধে  এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়। প্রতিকার ও দখল উচ্ছেদের জন্য বিএনপি নেতাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছে না ঠিকাদারেরা। ঠিকাদাদের নিয়ন্ত্রনে আনতে গত ২০২৩ সালে জেলা শ্রমিক দলের অফিস ভাংচুরের একটি মিথ্যা মামলা দায়ের করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের এলাহী বকস্ ও তার পুত্র সামসুলকে কোন প্রকার তদন্ত ছাড়াই সদর থানা পুলিশের একটি টিম কালীগঞ্জ হতে দুই ঠিকাদারকে আটক করেন। 

ঠিকাদার আটকের ঘটনায় তাৎক্ষনিক সোস্যাল মিডিয়ার প্রতিবাদের ঝড় উঠে স্থানীয় বিএনপি নেতাদের দায়ের করা মামলায় এ ঘটনায় সংবাদ প্রকাশ করার অপরাধে একজন খোরশেদ আলম সাগর নামে একজন পেশাদার সাংবাদিকের মামলার আসামী করা হয়েছে। কাজে দখলদারিত্বের এমন ঘটনায় স্থানীয় জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

দখলদারিত্বের কবলে পড়া সড়ক দুটি সংস্কার করে জনগণের চলাচলের দুর্ভোগ লাঘবে মুক্তির বদলে জনগন পড়েছে চরম ভোগান্তিতে। আটকে গেছে সংস্কার কাজ। অবৈধভাবে প্রকৌশলীর নির্দেশনায় সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হলেও রাস্তা খুড়ে রাখায় বৃস্টির পানিতে সড়ক দুটি নালায় পরিনত হয়েছে। স্কুল কলেজ শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ পড়েছে ভোগান্তিতে। এ বিষয়ে কতৃপক্ষের কোনে নজর নেই।

স্থানীয়রা জানান, সড়কটি এখন হাঁটু পানির নালায় পরিণত হয়েছে। এতে পায়ে হেঁটে চলাও কষ্টকর। ভ্যান, রিকশা কিংবা অ্যাম্বুলেন্স চলাচল একেবারেই বন্ধ। তেতুলিয়া এলাকার সামদ মিয়া বলেন, দেড় মাস ধরে সড়কটি খুঁড়ে রাখা হয়েছে ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না এখনই সমাধান না হলে দুর্ভোগ আরো অসহনীয় হয়ে উঠবে। গৃহিণী রেহেনা বেগম বলেন, “মাদরাসার ছাত্ররা নিজেরাই মাটি সমান করে কোনো রকমে হেঁটে যাওয়ার পথ করেছে। কিন্তু হোঁচট খেয়ে খাদের পানিতে পড়ার ভয় সবসময় থাকে। ছোট শিশুরা যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, জনদুর্ভোগ হলেও আমার কিছু বলার নেই। কার্যাদেশ দেওয়ার দায়িত্ব নির্বাহী প্রকৌশলীর। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, কাজটি বেআইনিভাবে শুরু হয়েছিল, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। খুব শিগগিরই কার্যাদেশ জারি হলে কাজ শুরু হবে। এবিষয়ে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাওছার আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি মিটিং এ পরে কথা হবে।

এলাকার মানুষ দ্রুত সমস্যার সমাধান ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তাদের আশা, সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকাবাসীদের অসহনীয় ভোগান্তি দূর করবেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন