• ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

যে কারণে আলোচিত ডিসি সারওয়ার আলমকে শোকজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৫৫ পিএম
যে কারণে আলোচিত ডিসি সারওয়ার আলমকে শোকজ

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) প্রদান করেছেন আদালত। সিলেটের স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (এসকেআইএসসি) দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালের বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি করেন। তবে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শোকজ পাঠানোর বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক। নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন