রাজধানীর মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে দুই খুন

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর আবারও সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠেছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) রাতের প্রথম প্রহরে এ হত্যাকাণ্ড দুটি ঘটে। এর মধ্যে একজনকে গুলি করে, অপরজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর জেরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।


জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং ১০ নম্বর রোডে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম (২৯) নামের এক গাড়িচালককে। আর রাত ৯টার পর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের ৬ নম্বর রোডে আল-আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
নবোদয় হাউজিং এলাকার বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে করে মুখোশ পরিহিত তিনজন আসেন। তারা ইব্রাহিমকে দেখে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় এ প্রাইভেটকার চালকের। এ সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন- সজীব (৩২) ও রুবেল (৩৫)।
এদিকে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন নামে যুবককে একজনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। গত কয়েকদিন আগে কিশোর গ্যাং লিডার ও মাদক কারবারি মোশারফের ছোট ভাইকে পুলিশের কাছে ধরিয়ে দেন তিনি। এর জেরে বুধবার রাত ৯টার দিকে মোশারফ, গিট্টুসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যান ৬ নম্বর রোডের মাথায় কুপিয়ে আল আমিনকে হত্যা করে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘আদাবরে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মোহাম্মদপুরে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- রাজধানী
- মোহাম্মদপুর,দুই খুন
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: