• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সিলেটে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশেই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম
সিলেটে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশেই

এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকে টের পাননি।

এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন। তিনি বলেন, ‘ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক।

এক সপ্তাহ আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়। এসময় বাংলাদেশসহ দেশের ৬টি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে।

ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন