• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বরগুনা-২ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাওলানা শামীম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
বরগুনা-২ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাওলানা শামীম

বরগুনায় যুব সমাজের আইকন ধানের শীষের কান্ডারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জননেতা মাওলানা শামীম।

সততা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় বরগুনা ২ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র বরগুনা জেলার সাবেক যুগ্ন আহ্বায়ক মাওলানা শামীম।ছাত্র রাজনীতি থেকে গড়ে ওঠা জননেতা মাওলানা শামীম অত্যন্ত সৎ নিষ্ঠাবান ও আদর্শ নেতা।

অবহেলিত বরগুনার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করেছেন বিভিন্ন উন্নয়নমূলক অনেক কর্মকান্ড। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন রকম হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছেন তিনি। আমার নামে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ৬৮ টি মামলা করা হয়েছিল।

বেতাগী-বামনা -টাথরঘাটার সাধারণ মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন,আমি যদি বরগুনা ২ আসন থেকে মনোনয়ন পাই তাহলে ইনশাল্লাহ আমি জয়লাভ করব। আমি তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে জয় লাভ করে এই আসন টি দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিব। আমি যদি জয়লাভ করতে পারি তাহলে পাথরঘাটা, বামনা এবং বেতাগীতে একটি করে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করে দেব।

যাতে এলাকার যুব সমাজ কিংবা সাধারণ খেটে খাওয়া মানুষকে কর্মের জন্য ঢাকায় যেতে না হয়। আমি এলাকার জন্য যুব কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তুলবো,উন্নত সড়ক ও অবকাঠামোর ব্যবস্থা করব, নারী ক্ষমতায়নের কর্মসূচির ব্যবস্থা করব, উপকূলী এলাকায় ভেরি বাধ প্রকল্প বাস্তবায়ন করব, ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র স্থাপন করব, বরগুনার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করব, এলাকার জন্য শিল্প ও কলকারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করব, আমাদের অবহেলিত বরগুনাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার চেষ্টা করব।

এছাড়াও তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। এবং তিনি জোরালো ভাবে বলেন কোন চাঁদাবাজের স্থান বরগুনায় হবে না । এলাকাবাসীর প্রত্যাশা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ আসন থেকে আমরা সৎ আদর্শবান,নিষ্ঠাবান শিক্ষিত মার্জিত প্রার্থী চাই আমরা।

মাওলানা শামীম একজন আদর্শবান নেতা। সে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝেন।বরগুনা ২ আসনে এমপি হিসেবে আমরা মাওলানা শামীম কে দেখতে চাই।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন