• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মাদক ছেড়ে কলম ধরুন, সর্বাত্মক সহযোগিতা করা হবে- মাওলানা মানফুজুর রহমান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২২ পিএম
মাদক ছেড়ে কলম ধরুন, সর্বাত্মক সহযোগিতা করা হবে- মাওলানা মানফুজুর রহমান

মাদক ছেড়ে কলম ধরুন, সর্বাত্মক সহযোগিতা করা হবে। খেলাধুলা শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখে। মাদককে না বলতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসার ঘটাতে হবে।

এলাকার মানুষের সাথে আমি আছি। আজকের খেলা ছোট পরিসরে হলেও আগামীতে এই মাঠে জেলাভিত্তিক বড় পরিসরে খেলাধুলার আয়োজন করা হবে। কথাগুলো বলেছেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর প্রতিষ্টাতা পরিচালক মাওলানা মানফুজুর রহমান। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় পিলজংগ মধ্যমিক বিদ্যালয় মাঠে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বন্ধন যুব সংঘের সভাপতি মোঃ জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মোঃ রাশেদুল ইসলাম, বাগেরাহট সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ কামরুলজ্জামান শিমুল, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, বারিক মোড়ল, সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন সাগর, যুবদল নেতা  মোজাহিদুর  রহমান সুমনসহ বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ মোতালেব হোসেন।

৮ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতশৈয়া পল্লীমঙ্গল সমিতি একাদশ পিলজংগ বন্ধন যুবসংঘের মোকাবেলা করে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। সাতশৈয়া পল্লী মঙ্গল সমিতি একাদশ ৩-১ গোলের ব্যবধানে পিলজংগ বন্ধন যুব সংঘকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট জেলা ওলামা দলের সহ-সভাপতি ও গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট এর প্রতিষ্টাতা পরিচালক মাওলানা মানফুজুর রহমান

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন