• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

Advertise your products here

  1. রাজধানী

৮৮ হাজার ৪১৮ হাজি দেশে ফিরেছেন, ১১৪ জন প্রাণ হারিয়েছেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫১ এএম
৮৮_হাজার_৪১৮_হাজি_দেশে_ফিরেছেন_১১৪_জন_প্রাণ_হারিয়েছেন
ফাইল ফুটেজ

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৪ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর মধ্যে সর্বশেষ শনিবার (২২ জুলাই) মারা গেছেন ২ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। 

শনিবার (২২ জুলাই) রাতে হজ বুলেটিনে জানানো হয়, শনিবার রাত (১০টা ৫৯ মিনিট) পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৩৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি।

আরও পড়ুন>> ১২ কোটি টাকা দানকর দিতেই হবে ড. ইউনূসকে

এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৪ জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ মারা গেছেন মতিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৯ ও নারী ২৫ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৪, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

দৈনিক পুনরুত্থান / স্টাফ রিপোর্টার

এ সম্পর্কিত আরও পড়ুন