কয়রায় দূর্যোগের আদেশবলী ও সিআরএ বিষয়ক প্রশিক্ষণ
 
	কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা আইন, দূর্যোগের আদেশবলী ও সিআরএ বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার (৪নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
	  
	  বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের আয়োজনে প্রশিক্ষনে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমান, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন,আবুল কালাম আজাদ,নাজমুসায়াদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম,মাসুম বিল্লাহ,মূর্শিদা খাতুন সেলিনা আক্তার, শাহানার জামাল, করিতাস বাংলাদেশের ফিল্ড অফিসার মিজানুর রহমান, কমিউনিটি ফ্যাসালিটেটর স্টিফেন শভ্র গাইন, আগষ্টিন মন্ডল, দূর্গাশীল,রিম রুম্পা দাস, সোহাগ সরকার, রাজীব সরকার, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মুনসুর রহমান সানা মোস্তাফিজুর রহমান,মনিরুজ্জামান, আশিকুজ্জামান, মূর্শিদা খাতুন প্রমূখ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগকালীন প্রস্তুতি, ক্ষয়ক্ষতি নিরূপণ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ প্রক্রিয়া এবং কমিউনিটি পর্যায়ে ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবেলার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কার্যকর হয় না।
দৈনিক পুনরুত্থান / কয়রা (খুলনা)প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন
             
			
                						
			
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
	 
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: