• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঝিনাইগাতীতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আহত ৬, আটক- ১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম
ঝিনাইগাতীতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু, আহত ৬, আটক- ১

শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরও ৬ জন নারী-পুরুষ। পুলিশ ঘটনাস্থল থেকে আকলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের দীর্ঘদিন ধরে জমি ও টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা হামলা চালায় মরিচফুলের পরিবারের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম।

আহত হন জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আল আমিন প্রতিনিধিকে জানান, এ ঘটনায় আকলিমা নামে এক নারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন