• ঢাকা
  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

প্রেমের টানে বাংলাদেশের নাগরিক হয়ে আত্রাইয়ে থাকতে চান পাকিস্তান তরুনী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৮ পিএম
প্রেমের টানে বাংলাদেশের নাগরিক হয়ে আত্রাইয়ে থাকতে চান পাকিস্তান তরুনী

প্রেমের টানে পাকিস্তানী তরুণী নওগাঁর আত্রাইয়ে,থাকতেচান বাংলাদেশের নাগরিক হয়ে। 

বাংলাদেশী তরুণ রবিউল মন্ডল ও পাকিস্তানের তরুনী ফাইজাআমজাদ। দু জনের পরিচয় রাশিয়ায়,রবিউল রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করতেন।  ফাইজা পড়াশোনার সুবাদে রাশিয়ায় থাকতেন, সেখানেই তাদের পরিচয় ও প্রেম।

সেই টানেই বাংলাদেশে ছুটে এসেছেন ফাইজা।  রবিবার ২ নভেম্বর  সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আসেন উপজেলার বহলা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে  রবিউল ফাইজা দম্পতি। 

ফাইজা পাকিস্তানের লাহর শহরের আমজদ হোসেন আমজাদের মেয়ে। তিনি রাশিয়ার একটি মেডিক্যাল কলেজে পড়াশুনা করতেন। 

জানাগেছে প্রায় তিন বছর আগে নিজের ভাগ্যের উন্নয়ন ঘটাতে রাশিয়ায়  পাড়ি জমান রবিউল মন্ডল সেখানেই প্রায় দুই বছর আগে তাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব তৈরি হয়।একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। 

রবিউল, ফাইজা, জানান ২০২৩ সাল থেকে  তাদের পরিচয়২০২৪সালে সম্পর্কের রুপনেয় প্রেমের। 

এরপর ফাইজা আমজাদ  পড়াশুনা শেষ করে বিয়ের জন্য পাড়ি জমান পাকিস্তানে তার পরিবারের সকলের উপস্থিতিতে রবিউলের সাথে বিবাহও  বন্ধনে আবদ্ধ হন ফাইজা আমজাদ। ফাইজা মা বাবার তৃতীয় সন্তান 

ফাইজা আমজাদ বাংলাদেশে নাগরিক হয়ে থেকে যেতে চান বাংলাদেশে।সেই সাথে চিকিৎসক পেশায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই। 

ফাইজা দৈনিক পুনরুত্থান প্রতিনিধিকে জানান রবিউলের প্রতি গভীর ভালবাসা র টানে বাংলাদেশে এসেছেন। থেকে যেতে চান বাংলাদেশে নাগরিকত্ব নিয়ে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন