• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বরগুনা জেলা শাখার কর্মবিরতি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ০৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৩৫ পিএম
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বরগুনা জেলা শাখার কর্মবিরতি

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বরগুনা জেলা শাখার আয়োজনে মানববন্ধন হয়েছে। অদ্য ৫ মে ২০২৫  খ্রিষ্টাব্দ রোজ সোমবার সকাল ৯ টা ৩০ ঘটিকায় মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী  এসোসিয়েশনের জেলা শাখার উপদেষ্টা মোঃ ইব্রাহিম খলিল, মোঃ,আখতার হোসেন সভাপতি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বরগুনা জেলা শাখা এবং অন্যান্য প্রায় দেড় শতাধিক  কর্মচারী বৃন্দ। 

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধিন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইবুনলের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী  ৭ম-১২তম গ্রেটভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার  ভিত্তিতে পদোন্নতির  সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি করা হয়। কর্মবিরতির আজকে প্রথম দিন প্রথম দিনে সকাল ৯.৩০ মিনিট থেকে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি করা হয়।

মানববন্ধনে বক্তৃতায় বাংলাদেশ বিচার  বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বরগুনা জেলা শাখার উপদেষ্টা মোঃ ইব্রাহিম খলিল বলেন, আমরা আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় মানববন্ধন করতেছি।আজকে আমরা, ৯.৩০ থেকে ১১. ৩০ পর্যন্ত মোট দুই ঘন্টা কর্মবিরতি দিয়েছি।সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা মাঠে থাকবো এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ  দিকনির্দেশনা অনুসরণ করব।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, আমরা বিচার বিভাগে চাকরি করলেও বিচার বিভাগের সুবিধা  থেকে আমরা বঞ্চিত। এজন্য আমাদের দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করতঃ ঐ সচিবালয়ে বিচার বিভাগীয় যে স্কেল আছে জুডিশিয়াল পে স্কেল সে স্কেলের সাথে অন্তর্ভুক্ত করা এবং এর সাথে বিচারকরা যে সুবিধা পায় সে সুবিধাদি আমরা যাতে পাই এটাই আমাদের দাবি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন