বাগেরহাটে ইঞ্জিনিয়ার মাসুদ রানার লিফলেট বিতরণ
 
	বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। ইঞ্জিনিয়ার মাসুদ রানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট - ১ (চিতলমারী মোল্লাহাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও তিনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
	  
	  মঙ্গলবার (৪ঠা নভেম্বর) নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণকালে তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। আশা করছি জনগণের রায় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি সরকার গঠন করলে আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। জাতীয় স্বার্থে অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করা হবে। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবেও বলে জানান ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ কামরুজ্জামান শিমুল, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিকদার ইমরান হোসেন, বিএনপি নেতা, কাজী শাকিল তারিক হেদায়েত হোসেন হিদু, শাহজাহান সম্রাট, শরিফুল ইসলাম গোরা, হাওলাদার হেমায়েত হোসেন, মোড়ল মোহাম্মদ হুমায়ুন কবির, হাওলাদার শওকত হোসেন, হাওলাদার মনিরুজ্জামান, শেখ ফারুক হোসেন, মতিয়ার রহমান মান্টু, দেলোয়ার হোসেন দিলু, হাওলাদার জুয়েল সহ বিভিন্ন এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দৈনিক পুনরুত্থান / কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
- বিষয়:
 - বাগেরহাট
 - ইঞ্জিনিয়ার মাসুদ
 
এ সম্পর্কিত আরও পড়ুন
             
			
                						
			
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
	 
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: