শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ধানের শীর্ষ এর নতুন চমক এডভোকেট এরশাদ আলম জর্জ!
শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের নতুন চমক বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিই দেশের পরিবর্তনের রূপরেখা।
তিনি আরও বলেন, যানযট, মাদক, সন্ত্রাস, এই ৩ টি সমস্যা সবার দুশ্চিন্তার কারণ। তারেক রহমানের ৩১ দফায় এসব সমস্যা সমাধানের বাস্তব দিকনির্দেশনা রয়েছে। আমরা এই দফা গুলো বাস্তবায়ন করতে পারি।
জনগণের দুর্ভাগ্য অনেকটাই কমে যাবে।
এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, ৫৪ বছর ধরে শ্রীবরদী -ঝিনাইগাতী আসনে সব সময় অবহেলিত কোনো উন্নয়ন মূলক কাজ করতে পারেনি। এবার আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী আপনারা আমার পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন। এবং সুন্দর ভাবে শেরপুর -৩ আসন কে আলোকিত করতে পারি।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শেরপুর
- ধানের শীর্ষ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: