• ঢাকা
  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি অন্যায় ভাবে দখলের চেষ্টায় অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪২ পিএম
শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি অন্যায় ভাবে দখলের চেষ্টায় অভিযোগ

শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি অন্যায় ভাবে দখলের চেষ্টায় গত ১৫ অক্টোবর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামের মৃত আব্দুল কাশেম মোল্লার ছেলে মোঃ জাহাঙ্গীর কবীর বাদী হয়ে দুইজন কে বিবাদী করে সাতক্ষীরা বিঞ্জ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় অভিযোগ দায়ের করেছে। বিবাদীরা হলেন কে,এ, আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মৃত নুর আলী সরদারের ছেলে মোঃ খবির উদ্দিন সরদার ও কাশিমাড়ি গ্রামের মৃত সৈয়দ আলী সরদার।

অভিযোগ সুত্রে জানাযায়, বিবাদীগন অত্যান্ত গুন্ডা,মাস্তান,পরসম্পদলোভী, পরসম্পদ আত্মসাৎকারী ব্যক্তি। বাদী একজন সহজ, সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। নিম্ন তপশীল সম্পত্তি মৌজা- কাশিমারী, জে.এল নং- ১০৫, বি.আর. এস খতিয়ান নং- ১৩২০, দাগ নং- ৯০৭১, জমির পরিমাণ- ১.৫৭ একরের মধ্যে ১.৪৬ একর।বাদীর কোবলা মূলে খরিদ করিয়া ততায় বসতবাড়ী, রান্নাঘর, টিউবওয়েল, বাথরুম সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান বৃক্ষাদী লাগাইয়া ভোগদখল করিয়া এবং বর্তমান জরিপে নিজ নামে রেকর্ড করিয়া ভোগ দখল করিয়া আসিছে। কিন্তু বিবাদীগন অন্যায় লাভ ও লোভের

বশবর্তী হয়ে তাহাদের মাদ্রাসার সহিত বাদীর ভোগদখলীয় সম্পত্তির পশ্চিম পার্শ্বে হইতে পাঁকা বিল্ডিং করিবার জন্য গত ইং ১২/১০/২০২৫ তারিখে সকাল ১০ ঘটিকার সময় ঘটনাস্থলে আসিয়া জবর দখলের চেষ্টা করিলে বাদী তখন বিবাদীদের বাধা দেন। 

তখন সকল বিবাদীগণ বাদীকে খুন জখম করিবার জন্য উদ্দত হইলে বাদী জীবন বাচার তাগিদে ডাক চিৎকার করিলে স্বাক্ষীরা দ্রুত ঘটনাস্থলে আসিয়া বিবাদীদের কবল থেকে বাদীকে রক্ষা করেন।তখন বিবাদীগণ বলেন যে, আজকে তোদের ভোগ দখলীয় নিম্ন তপশীল সম্পত্তি জবর দখল করিতে পারিলাম না। তবে ভবিষ্যতে সুযোগ পেলে তোদের ভোগদখলীয় সম্পত্তি জবর দখল করে নিব। এই বলে বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করিয়া চলিয়া যান।বাদীর আশংকা যে কোনো সময়, বিবাদীগণ বাদীর ভোগদখলীয় সম্পত্তিতে জবর দখলের চেষ্টা করতে পারে।তাই শান্তি শৃংখলা বিঘ্ন সহ জীবন নাশের সম্ভাবনা বিদ্যমান রহিয়াছে। স্বাক্ষীরা ঘটনা জানে। তাহারা বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতা প্রমাণ করিবেন।

এসময় বিষয়ে বাদী জাহাঙ্গীর কবির লাকি বলেন, আমার পিতার মৃত্যুর পরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। বিবাদীগণ সম্পূর্ণ গায়ের জোরে আমার ভোগ দখল সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয় বিগত ১৪/৫/২৪ সালে কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ বরাবর জাহাঙ্গীর কবির লাকি বাদী হয়ে কে,এ, আদর্শ দাখিল মাদ্রাসার সুপারকে বিবাদী করে অভিযোগ করেছিলাম। কিন্তু তার হাজির না হয়ে জবর দখলের চেষ্টা অব্যাহতি রেখেছে। তাই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি শান্তিপূর্ণভাবে আমার পৈতৃক সম্পত্তিতে বসবাস করতে পারি।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন