• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. দূর্ঘটনা

বোয়ালমারীতে  ট্রাক নসিমন সংঘর্ষে নিহত ১ আহত ২


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৭ পিএম
বোয়ালমারীতে  ট্রাক নসিমন সংঘর্ষে নিহত ১  আহত ২

বোয়ালমারীতে  ট্রাক নসিমন সংঘর্ষে একজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন অপর দুইজন

ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (২৭.০১.২৬) ট্রাক নসিমন সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আরও ২ জন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে বোয়ালমারী-মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের বেলজানি এলাকায় ট্রাকের সাথে নসিমনের (৩ চাকার স্যালো মেশিন চালিত যান) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে রাকিব মোল্যা (১৭) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। শিপন ও জাকারিয়া নামে দুইজন গুরতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী ট্রাক ড্রাইভারক আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ট্রাক ও ড্রাইভারকে হেফাজতে নিয়ে থানায় নিচ্ছে।  

দূর্ঘটনায় আহত এবং নিহতের পরিচয় পাওয়া গেছে ।  নিহত রাকিব (১৭) উপজেলার বেলজানী গ্রামের আবুল কালাম (কালু) মোল্লার ছেলে । আহত জাকারিয়া একই গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে এবং শিপন (২২) পার্শ্ববর্তী খরসূতী গ্রামের (কুঠিরপাড়) ডাবলুর ছেলে ।

 বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ট্রাকের সাথে নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছে ও দুইজন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক আর ট্রাক ড্রাইভারকে থানায় আনা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন